Noakhali mail

বেগমগঞ্জের গোপালপুরে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি (বেগমগঞ্জ) :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ‘তুলাচারা মানবকল্যাণ ক্লাব’ এর উদ্যোগে ঐতিহ্যের ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের পরের দিন বিকাল ৫ ঘটিকার সময় “ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ” স্থানীয় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ‘দৈনিক ভোরের দর্পণ’ পত্রিকার সহসম্পাদক মোহাম্মদ ঈমাম হোসেইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম এ বাসার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এম এ হানিফ এবং তরুণ কর্পোরেট উদ্যোক্তা মো: আবদুল হান্নান

ক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে এবং সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরনবী’র সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক আন্তর্জাতিক সম্পাদক নুর করিম মনু,  ইউএস এ শাখা সাংগঠনিক সম্পাদক নুরনবী খোকন, ফ্রান্স শাখা সেক্রেটারি নুর করিম, আন্তর্জাতিক সম্পাদক হাফেজ আবুল হোসেন সোহাগ প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম এপোলো, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান নোমান, ঢাকা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ফিরোজ, সহ সম্পাদক শেখ শামীম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ হাসান হৃদয়, শিক্ষা সম্পাদক রায়হানুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিশু,কেন্দ্রীয় কমিটির ইয়াসিন, শুভ, শিহাব,ঢাকা কমিটির সেক্রেটারি শেখ খালেদ মাহমুদ রিয়াদ সহ কেন্দ্রীয়, ঢাকা, আন্তর্জাতিক শাখা কমিটি এবং উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।

Share now