৪ পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম

অনলাইন ডেস্ক:

চার পাবিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার এক হাসপাতালে তার জন্ম হয়।

জন্মদাতা গৃহবধূর নাম নাছরিন আক্তার (১৮)। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। শেফা ইনসান অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থার তার ওই অস্বাভাবিক মেয়ের জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে গৃহবধূ নাছরিন আক্তারের (১৮) প্রসব বেদনা শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই চার পাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়।

সূত্রের বিবরণে আরো জানা যায়, শিশুটির চার পায়ের মধ্যে দু’টি পা ক্লাব ফুট (মুগর পা)। আর বাকি দু’টি অস্বাভাবিক। শিশুটির মেরুদন্ড মেনিগোসিল। ওজন দুই কেজি ৮০০ গ্রাম। শিশুর মা পুরোপুরি সুস্থ্য হলেও হালকা শ্বাসকষ্ট রয়েছে শিশুর।

শিশুর বাবা সাইদুল ইসলাম জানান, ‘২০২০ সালের ১১ মার্চ আমাদের বিয়ে হয়। ওই বছরই আমাদের ঘর আলোকিত করে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ডেলিভারির সময় সে মারা যায়। এরপর দুই বছরের ব্যবধানে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে চার পাবিশিষ্ট দ্বিতীয় শিশুর (কন্যা) জন্ম হয়। সন্তান জন্মগ্রহণের পর সবার মুখেই হাসি ফুটে। কিন্তু তার অস্বাভাবিক অবস্থার কারণে পরিবার ও স্বজনরা দুশ্চিন্তায় রয়েছে।’