শিরোনাম

২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নয়াপল্টন চাইলেও ‘সড়কে যানজটের কথা বিবেচনায়’ নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ।

উপ কমিশনার (সদর দপ্তর) আব্দুল মোমেন স্বাক্ষরিত ওই অনুমতিপত্রে ২৬টি শর্ত জুড়ে দিয়ে ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ অনুমতিপত্র দিয়ে অসেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া।

তবে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে দুই দফা আবেদন করেছিল। পুলিশ তাতে সায় না দিলেও বিএনপি নেতারা নয়াপল্টনে সমাবেশ করতে অনড় অবস্থানে থাকার কথা গত কয়েক দিন ধরে বলে আসছিলেন। এখন অনুমতিপত্র পাওয়ার পর বিএনপির অবস্থান কী হবে, সে বিষয়ে দলটির তরফে কিছু জানানো হয়নি।

মহানগর পুলিশের অনুমতিপত্রে বলা হয়েছে, “বিএনপির আবেদনের প্রেক্ষিতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে গণসমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। বিধায় উক্ত স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর বেলা ১২টা হতে সাড়ে ৪টা পর্যন্ত বিএনপিকে সমাবেশ করার অনুমতি প্রদান করা হল।”

অনুমতিপত্রে ২৬টি শর্ত দিয়ে বলা হয়েছে, শর্তাবলী পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ ছাড়াই এই অনুমতিপত্র বাতিল করার ক্ষমতা রাখে ঢাকা মহানগর পুলিশ।

এর আগে গত শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, সরকার যে জায়গা ভালো বলে মনে করে, সেই জায়গারই অনুমতি দেবে।

পরে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে পুলিশকে বলেছেন তিনি।

Share now

আরও পড়ুন