হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১০১ পদাতিক ব্রিগেড নোয়াখালীর স্বর্ণদ্বীপে ১১০ জন অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এদিন তিনি সেনাবাহিনীর শীতকালীন মহড়াও পরিদর্শন করেন। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মাইনুর রহমান পিএসসি, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. ছালেহ উদ্দিন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো.ফখরুল আহসান ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।