Noakhali mail

হাতিয়ায় মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন: মূল হোতা গ্রেফতার

নিউজ ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ায় সম্পত্তি নিয়ে বিরোধে স্কুলপড়ুয়া মেয়ে ও তার মাকে পিলারে বেঁধে নির্যাতন এবং সেই ভিডিও টিকটক বানিয়ে ছড়িয়ে দেয়ার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে পটিয়া থানা পুলিশের সহায়তায় আসামি জিল্লুরকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর বাবার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।এর আগে গত ৯ ফেব্রুয়ারি সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) ও তার মাকে (৩৫) পিলারে বেঁধে নির্যাতন করে জিল্লুরসহ তার সহযোগীরা। পরে এ ঘটনার ভিডিও করে তা টিকটক বানিয়ে ছড়িয়ে দেন আসামি জিল্লুর রহমান।

এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

অভিযোগে জানা গেছে, সম্পত্তির বিরোধে প্রতিপক্ষরা বাদীর স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদে রশি দিয়ে পিলারে বেঁধে নির্যাতন করেন। পরে ওই ঘটনার একটি ভিডিও জিল্লুর রহমান তার টিকটক আইডিতে ছেড়ে দেন। এরপর থেকে ওই স্কুলছাত্রী লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। স্কুলে যাওয়াও বন্ধ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান স্কুলছাত্রীর বাবার করা অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় জিল্লুর রহমানসহ তার কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে। আসামি জিল্লুরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার করা হবে।
 

Share now