Noakhali mail

সৌদিতে গাড়িচাপায় নোয়াখালীর যুবক নিহত

সেনবাগ প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো: সাইফুল ইসলাম ওরফে সেলিম (৩৮) নামের এক নোয়াখালীর প্রবাসী যুবক নিহত হয়েছেন।

সোমবার কাজ শেষে বিকেলে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় কর্মস্থলের সামনের রাস্তায় অবস্থানকালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হন সেলিম। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

এদিকে সোমবার দিবাগত গভীররাতে সৌদি আরব থেকে মুঠোফোনের মাধ্যমে সেলিমের নিহত হওয়ার খবর বাংলাদেশে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

নিহত সেলিম সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো: বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, ২০২১ সালের জানুয়ারিতে চাকরি নিয়ে সৌদি আরবের জেদ্দায় যান সাইফুল।

নিহত সাইফুল ইসলাম সেলিম তিন ভাই দুই বোনের মধ্যে সবার বড়। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সাইফুল ইসলাম সেলিমের স্ত্রী ও দু’সন্তান রয়েছে।

Share now