সোনাগাজীতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটে মাঠেই পড়াশোনা

[ফেনীর সোনাগাজীতে শ্রেণিকক্ষ সংকটের কারণে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করতে হয় শিক্ষার্থীদের। হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে}

মো: আমজাদ হোসেন, সোনাগাজী-ফেনী:

সিঁড়িঘরে গিয়ে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সঙ্গে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কোথায় জানতে চাইলে তিনি বলেন, শ্রেণিকক্ষ–সংকটের কারণে দুই শিফটে ক্লাস নেওয়া হচ্ছে। প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস হয়। তাদের ছুটি হওয়ার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা আসে। ক্লাস চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ক্লাস হয়। খোলা আকাশের নিচেই তাদের পাঠদান করা হয়। তবে বর্ষায় দুই শিফট করার পরও নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না বলে জানান তিনি।