নোয়াখালীমেইল রিপোর্ট:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গত ২১ জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ অটোরিকশাচালক মো. হানিফের (৬০) অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তিনি মারা গেছেন।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ২১ জানুয়ারি নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি হানিফ। আজ দুপুরে স্থানীয় কয়েক ব্যক্তি হোসেনপুর খালের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পেয়ে খালের কচুরিপানা সরিয়ে তাঁর লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।