হামিদ রনি :
নোয়াখালী সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নে ৫০ উর্ধ্ব মানুষদের নিয়ে ব্যতিক্রমী এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান উদ্দিন চৌধুরী তার পিতার নামে মরহুম হাজী বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রম এই ফুটবল খেলার আয়োজন করেন।
খেলায় পরস্পর মুখোমুখি হয় আজিজপুর একাদশ বনাম মহিদিপুর একাদশ। ব্যতিক্রম এই খেলাটি দেখতে সেনবাগ এবং দূর দূরান্ত থেকে নারী পুরুষ মিলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং এলাকার সব শ্রেণীর মানুষদেরকে আনন্দ দেওয়ার লক্ষে মুলত এই খেলার আয়োজন করা হয়।
আরটিভির নোয়াখালী প্রতিনিধি মনির উদ্দিন বাবু ও সেনবাগ ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান এর যৌথ সঞ্চালনায় এবং খেলার আয়োজক সাবেক ছাত্রনেতা ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপির সহধর্মিণী, আরটিভি এবং বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার আলম।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দূর দূরান্ত থেকে আগত অসংখ্য মানুষ খেলার মাঠে উপস্থিত থেকে ব্যাতিক্রম এই খেলাটি দারুন ভাবে উপভোগ করেন। খেলার শুরুতে ৫০ উর্ধ্ব খেলোয়াড়রা মাঠের চতুর্পাশে দর্শকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। খেলায় আমন্ত্রিত অতিথিরা এবং রেফারি খেলোয়াড়দের কে খেলার নিয়মকানুন সহ সকল কিছু বুঝিয়ে দেন। এরপরই শুরু হয় আজিজপুর একাদশ বনাম মহিদিপুর একাদশের হাড্ডাহাড্ডি লড়াই।
উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ এবং দর্শকদের তালিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। খেলার প্রথমার্ধে কেউ কোন গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে উভয়দল এক এক গোলে সমতায় ফিরে। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলা ট্রাইবেকারে আজিজপুর একাদশ মইদিপুর একাদশ কে ৩/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের এবং পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে সম্মাননা পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন।
খেলায় আগত দর্শকরা জানান, সেনবাগে এর আগে বৃহৎ পরিসরে এমন ব্যতিক্রম খেলার আয়োজন কেউ করেনি। এতো সুন্দর একটি খেলার আয়োজন করে দর্শকদের আনন্দ দেওয়ায় তারা খেলার আয়োজক নিজাম উদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কামাল উদ্দিন চৌধুরী, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলু, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ভূঁইয়া লিটন, কাদরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ, যুবলীগ নেতা মাসুদুর রহমান, সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা আবু শোয়েব সহ আরো অনেকে।
খেলার আয়োজক মিজান উদ্দিন চৌধুরী জানান, তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এসব মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং সবাইকে আনন্দ দেওয়ার লক্ষে মুলত এই খেলার আয়োজন করেন। ভবিষ্যতেও তিনি এ ধরনের কার্যক্রম আরো বৃহৎ পরিসরে করে যাবেন বলেও জানান মিজান উদ্দিন চৌধুরী।