Noakhali mail

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সুবর্ণচর প্রতিনিধি:

বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্যাহ বিকমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি এখনও সম্মেলনস্থলে পৌঁছাননি।

বিশেষ অতিথি হিসেবে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ। 

দীর্ঘ ১০ বছর পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাহার উদ্দিন খেলনকে সভাপতি ও মোহাম্মদ হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।

Share now