নিউজ ডেস্ক:
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় আবিদ নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালের দিকে জোবায়ের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হোসেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাকরি করার সুবাধে বাবা-মায়ের সঙ্গে কোম্পানীগঞ্জে থাকতো আবরার হোসেন আবিদ। ঈদের দিন শনিবার বিকেলে বাবা-মায়ের সাথে দাদার বাড়ি জোবায়ের বাজার এলাকায় বেড়াতে আসে সে। রোববার সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার এক পর্যায়ে রাস্তায় চলে আসে আবিদ। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা আবিদকে চাপা দিলে সে গুরুত্ব আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।