Noakhali mail

‘সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচন হাসিনার অধীনে নয়’

নিউজ ডেস্ক:

আজ শনিবার বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই, কিন্তু তা হাসিনার অধীনে নয়। এ জন্য সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।  ব্যতিক্রমধর্মী নানা আয়োজন ছিল এই সমাবেশে। বিকেল ৩টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে নাকি ভালো নির্বাচন হয়। কদিন আগে বরিশালে সিটি নির্বাচনে চরমোনাইর দলের প্রার্থীকে আঘাত করে তা প্রমাণ দেখিয়েছে। দে‌শে এমনই নির্বাচন কমিশন যে প্রার্থী না মরলে তাদের হয় না। এদের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বিদেশিরাও বলে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে তা মানা হবে না। এ জন্য র‌্যাবকে তারা স্যাংশন দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে বিদায় করার জন্যই রোদ-বৃষ্টিতে আপনারা ভিজছেন। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন একটা সংগ্রাম শুরু হয়েছে। আজ থেকে ১১ বছর আগে এক মায়ের ২ ছেলে গুম হয়ে গেছে। এরকম ৭০০ এর উপরে গুম হয়েছে। ফ্যাসিবাদী সরকার মায়েদের সন্তান হারা, স্ত্রীদের স্বামী হারা করিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার ১৪ বছর ধরে জনগণের ওপর চেপে বসে আছে।

মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ নয়। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লী‌গের দাবি ছিল। ৪টি নির্বাচন হলো তত্ত্বাবধায়কে, সবাই মেনেও নিল। কিন্তু তারা এসে নিজেদের অধীনে নির্বাচন দিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে।

এ সময় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকসি জাহান শিরিন, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু, মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম জনি, ছাত্রদলের নগর সভাপতি রেজাউল ইসলাম রনি প্রমুখ।

May be an image of one or more people and crowd

Share now