নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ। আজ বৃহস্পতিবার সকালে জেলেরা মাছটি কমলনগর উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমায়। বিশাল দেহী ও বৃত্তাকার এ মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে ৩০ ফুট আর লেজের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ভোরে মতিরহাট এলাকায় মেঘনা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির শাপলা পাতা মাছ ধরা পড়েছে। এর ওজন ১৬০ কেজি। অর্থাৎ সাড়ে ২৪ মণ। ঘাটে মাছের দাম হাঁকা হয়েছে ২৮ হাজার টাকার বেশি। তবে এখানে মাছটি বিক্রি না হওয়ায় ঢাকায় নেওয়ার কথা বলছেন জেলেরা।