লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলিম মাদ্রাসা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আলাউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সদর উপজেলার পাঁচপাড়া এলাকার আবুল কালামের ছেলে। এ ছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাসটি মান্দারীর দিকে যাচ্ছিল। যাদৈয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলাউদ্দিন, আবুল কালাম, আবুল হাসান, আনোয়ারা বেগম, কদরুদ্দোজাসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আবুল হাসান ও বদরুদ্দোজার অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, হতাহত সবাই অটোরিকশার যাত্রী। মাইক্রোবাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। মাইক্রোবাসচালককে আটক করার চেষ্টা চলছে।