- সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:
দীর্ঘ ৭ বছর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বর্তমান জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মো: গোলাম ফারুক পিংকুকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার হোসেন খান এমপি, মমিন পাটোয়ারী প্রমুখ।