লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ ও সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টার ঘটনায় জামায়াত-শিবিরের ২৭১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা ১২ টার দিকে সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, শনিবার রাতে সদর থানার এসআই মো. আলামিন মামলাটি দায়ের করেন।
এতে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২৫০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল ও ইসমাইল।
মামলার এজাহারের বরাতে ওসি বলেন, আসামিরা সদর উপজেলার পিয়ারপুর ব্রিজের ওপর লক্ষ্মীপুর-রামগতি সড়কে শনিবার ভোরে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও সরকারি সম্পদ পিয়ারাপুর ব্রিজের ক্ষতি করার চেষ্টা করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়।
বিস্ফোরক ও নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার ২ জনকে লক্ষ্মীপুর আদলতে তোলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।