রামগঞ্জে মুসল্লীদের মাঝে বাইসাইকেলসহ ব্যাগ বিতরণ

লক্ষ্মীপুর (রামগঞ্জ) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ‘মানবিক ইছাপুর’ নামক সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে নুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়কারী কিশোর ও যুবকদের মাঝে বাইসাইকেল সহ স্কুল,মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে।
নুনিয়াপাড়া বাইতুল আমান জামে মসজিদে ৪১দিন তাকবিরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে সহিত আদায়কারী কিশোর ও যুবকদেরকে ধারাবাহিক নামাজ মুখী করার লক্ষে মানবতার সংগঠন ‘মানবিক ইছাপুর এ ব্যতিক্রম অনুষ্ঠান করেন। ৫০ জন প্রতিযোগী কিশোরও যুবকদের মধ্য সর্বোচ্ছ ১৩ জনকে বাইসাইকেল আর অন্যদেরকে শান্তনা পুরস্কার হিসেবে উন্নতমানের স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।
নুনিয়াপাড়া আলীম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সুলাইমান শেখ এর সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক ডাক্তার খোরশেদ আলমের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এডভোকেট সাফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মাহফুজ আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মন্জু,,
সংগঠন নেতা আলহাজ্ব হাফেজ সানা উল্যাহ, বিশিষ্ট সমাজসেবক মাসউদ রানা, ধ, ইউপি মেম্বার ফারুক হোসেন,
ইছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিলাল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন সুজন, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাহফুজ উল্যাহ, বাচ্চু মোল্লা, মাহমুদুনবী টিটু, জাহাঙ্গীর আলম, খতিব মাওলানা মাসুদুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন সহ অনেকে।
বক্তরা মানবিক ইছাপুর নামক সংগঠনের নেতৃবৃন্দের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
আগামী প্রজম্ম কিশোর ও যুবকদেরকে মসজিদ মুখী করে আখেরাতে ও পরকালের জন্য বেশী বেশী ইবাদত করার জন্য আগ্রহ করে তোলার অনুরোধ করেন।