আজাদ মিজি:
নোয়াখালীর চাটখিল বাজারের ফল ব্যবসায়ী মো.মাসুদ আলম (৪১) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আমিশাপাড়ার হাজির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ আলম চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের আনন্দী বাড়ির কুটু মিয়ার ছেলে। তিনি চাটখিল বাজারে একটি ফলের আড়তের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ব্যবসায়িক কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেলটি হাজির মার্কেট এলাকায় পৌঁছলে সড়কে থাকা স্পিডব্রেকারের ওপর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন মাসুদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী চৌরাস্তার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।