বিশেষ প্রতিনিধি, ফেনী :
এদেশে যত জঙ্গীবাদী ধরা পড়েছে একজনও মাদ্রাসা শিক্ষার্থী নেই, মাদ্রাসা শিক্ষার্থীরা সন্ত্রাস জঙ্গীবাদের সাথে জড়িত নেই, যদি জড়িত থাকতো তাহলে এত জঙ্গীবাদের ঘটনা ঘটেছে সেখানে একজন হলেও মাদ্রাসা শিক্ষার্থী পাওয়া যেতো সুতারাং বুঝতে হবে মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত নয়।
গত ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে ফেনী আলীয়া মাদ্রাসা মাঠে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বেরাত সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফেনী জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় তিনি আরো বলেন, আমরা অনেকেই দাঁড়ি – টুপি ওয়ালাদের অবজ্ঞা করি, আমাদের সকলের মনে রাখা উচিত দাঁড়ি – টুপি আমাদের নবী করিম (সা.) এর সুন্নত। দাঁড়ি ও টুপি ওয়ালাদের সম্মান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।