শিরোনাম

বেগমগঞ্জে স্ত্রী হত্যায় পলাতক স্বামী বিমান বন্দর থেকে গ্রেফতার

বেগমগঞ্জ, নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিন উদ্দিন উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান চৌধুরী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত তাকে স্ত্রী হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এসপি মো. শহীদুল ইসলাম আরও জানান, গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Share now

আরও পড়ুন