শিরোনাম

চৌমুহনীতে ব্র্যান্ডের মোড়কে নকল সেমাই, জরিমানা সাড়ে ৪ লাখ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি ও ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অপরাধে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি এবং নামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা পেয়ে চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকার আনন্দ, বিউটিফুল, কর্ণফুলী নামে সেমাই কারখানাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share now

আরও পড়ুন