বেগমগঞ্জ, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জের প্রতিবন্ধী মো. রাব্বি হোসেনের (১৯) বাড়িতে গিয়ে নগদ অর্থ ও হুইলচেয়ার দিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় তিনি কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থাও করে দেন। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আব্দুল গণি মুন্সী বাড়িতে যান তিনি। মো. রাব্বি হোসেন উপজেলার নরোত্তমপুর গ্রামের আব্দুল মুন্সি বাড়ির মো. মাসুদ ও রৌশন আক্তার দম্পতির ছেলে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের। তিনি রোববার দুপুরে হুইলচেয়ার ও নগদ অর্থ নিয়ে হাজির হন। এ সময় তিনি কর্মসংস্থানের জন্য মালামালসহ দোকানের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন। দোকানের কাজে সমন্বয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাতকে দায়িত্ব প্রদান করেন।
হুইলচেয়ার ও নগদ অর্থ পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাব্বি হোসেনের মা রৌশন আক্তার। তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে আমার এই ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছি। সে জন্ম থেকে প্রতিবন্ধী। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। ডিসি স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি নামাজ পড়ে স্যারের জন্য দোয়া করবো। প্রতিবন্ধী রাব্বি হোসেন বলেন, আমার আর কষ্ট থাকবে না। আমি হুইলচেয়ারে করে চলাফেরা করতে পারব। আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী, কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুর হোসেন মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সহকারী সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।