বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৪

নিউজ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। রোববার (২ এপ্রিল) দুপুরে আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ, জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ, চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো।

র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, একদল অস্ত্রধারী চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কাজে করতে প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাই। র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলীপুর থেকে চার যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকেরা এলাকার সন্ত্রাসী হিসেবে চিহিৃত। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।