শিরোনাম

বেগমগঞ্জের রসুলপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নোয়াখালী (বেগমগঞ্জ) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  ১৯ ডিসেম্বর (সোমবার ) বিকেলে লতিফপুর হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম রিয়াজ ও পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, চৌমুহনী সরকারী এস এ কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস মনজুরুল আজিম সুমন।

উদ্ধোধক হিসেবে উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, আব্দুল বাতেন সুজন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ মাসুদ, খোরশেদ আলম, মাসুদ আলম, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন বাবলু, সোহান মাহমুদ জাবেদ, জামাল উদ্দিন, সোহান।

Share now

আরও পড়ুন