বেগমগঞ্জ, নোয়াখালী:
বেগমগঞ্জে বিধবা কহিনুর বেগমকে সেলাই মেশিন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সংসার পরিচালনার জন্য একটি সেলাই মেশিনের আবেদন জানালে জামায়াতের পক্ষ থেকে তাকে একটি সেলাই প্রদান করা হয়। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন কহিনুরের হাতে সেলাই মেশিন তুলে দেন।
কহিনুর বেগম নরোত্তমপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের শহীদ উল্লার ছেলে মনির হোসেনের স্ত্রী। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে মনির হোসেনে মৃত্যু হয়। মনিরের মৃত্যুতে তাদের তিন সন্তানের লেখাপড়া বন্ধের উপক্রম হয়। এ বিষয়ে দৈনিক নয়া দিগন্তে রিপোর্ট ছাপা হলে জামায়াতসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি কহিনুরকে আর্থিক সহায়তা করে। সহায়তার টাকা দিয়ে কহিনুর চৌচালা টিনের ঘর নির্মাণ করেন।
এরপরে সংসার পরিচালনা জন্য কহিনুর সেলাই মেশিনের আবেদন জানালে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি সেলাই প্রদান করা হয়।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু জায়েদ, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হাছান পাটোয়ারী, সহ-সভাপতি মফিজ উল্লাহ, জামায়াতকর্মী আলী হোসেন, ফয়েজ উল্লাহ প্রমুখ।