নিজস্ব প্রতিনিধি (বেগমগঞ্জ):
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সিরাজউদ্দিনপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড পিস্তলের গুলিসহ তিন মামলার পলাতক আসামি বদিউজ্জামান বদ ওরফে স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৫/০৫/২০২৩ইং) দুপুরে তাকে ওই এলাকার সিরাজ মিয়ার দিঘীর পাড় থেকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের রুস্তম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে সন্ত্রাসী বদিউজ্জামান বদু অস্ত্র নিয়ে গোপালপুরের সিরাজউদ্দিনপুর এলাকার জনৈক সিরাজ মিয়ার দিঘীর পাড়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের সূত্রধরে থানার এসআই মোঃ মাহবুব হোসেন নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টহলদল ওই স্থানে পৌছাইলে বদু পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি,উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,আকটকৃত বদুর বিরুদ্ধে মারামারি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ২০১০,২০১২ ও ২০১৪ সালে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক আসামি। এ ঘটনায় আসামি বদুর বিরুদ্ধে অস্ত্র আইনে মথানায় মামলা দায়ের করা হয়েছে।