আজাদ মিজি:
নোয়াখালীর চাটখিলের শাহাদাত হোসেন (২৮) দারিদ্র পরিবারের জন্ম গ্রহন করেও বাবাকে হারান ৫ বছর আগে।ভাগ্যের নির্মম পরিহাস ১৩ বছর আগে গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে যায় শাহাদাত। অসহায় হয়ে পড়ে পরিবার। চলাফেরার একমাত্র মাধ্যম হয়ে উঠে হুইলচেয়ার। পরে চিকিৎসা করেও পা আর ভালো হয়নি তার । ইউপি চেয়ারম্যান প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিলেও দীর্ঘ দিনের পুরোনো একটি হুইলচেয়ার দিয়ে চলাচল করছে সে। স্থানীয় এক সংবাদ কর্মীর সাথে কথা হলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সহযোগীতা চায় একটা হুইলচেয়ারের। পরে হুইলচেয়ার চেয়ে ফেসবুকে পোস্ট করলে স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিমের নজরে আসলে তিনি যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে একটি হুইল চেয়ার উপহার দেন এমপি ইব্রাহিম সাহেব। উপহারটি গ্রহন করেন তার ভাই শাহআলম, এতেই মহাখুশি হয়ে শাহাদাতের পরিবার এমপি ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ি) এমপি এইচ এম ইব্রাহিম উনার ভেরিফাইড ফেসবুকে একাউন্টে লিখেন: গত কয়েকদিন আগে ফেসবুকে একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইল চেয়ার চেয়ে একটি পোষ্ট আমার নজরে আসে। তাৎক্ষণিক তাদের সাথে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে বলি,আজকে ঐ প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইল চেয়ার দিতে পেরে খুবই ভালো লাগছে। পোস্টের সাথে যুক্ত করা হয় উপহারটি একটি ছবি। এতে দেখা যায় প্রতিবন্ধি শাহাদাত হোসের ভাই শাহআলমের হাতে নোয়াখালী-১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ উপহারটি তুলে দিচ্ছেন।
শারীরিক প্রতিবন্ধী শাহাদাত হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মৃতঃ ছেরাজুল হক ছেলে।