Noakhali mail

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে

ফুলগাজী প্রতিনিধি, ফেনী:

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, কহুয়া নদীর পানি বাড়ছে। কয়েকদিনের অবিরাম বৃষ্টির পানি বাড়া ও উজানের অতি বৃষ্টির ফলে বাড়ছে পানি। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  তানিয়া ভূঁইয়া জানিয়েছেন ৬ আগস্ট রাত সাড়ে ৮টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও নদীর পানি বাড়ার ফলে জেলার সীমান্তবর্তী এ দুই উপজেলায় নদীর ভাঙন দেখা দিলে মানুষের দুর্ভোগ লাগামহীন হয় প্রতি বছর। এবারও তেমনটা শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বছর অনেকটা দেরীতে বর্ষার আগমন হলেও চলমান মৌসুমি বায়ু সমানতালে সক্রিয় থাকায় বর্ষার ঘনঘটা এখনও জোরালো রয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস।

আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, আগামী আরও এক সপ্তাহ পর্যন্ত শ্রাবণের বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। যদি এ অবিরাম বৃষ্টি চলতে থাকে তাহলে মুহুরী নদী আরও ফুলে-ফুঁসে উঠতে পারে।

বর্ষায় কৃষকের আমন ফসল উৎপাদনে বৃষ্টির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। গত সপ্তাহেও বৃষ্টিহীনতায় এ অঞ্চলের কৃষকরা আমন ফসল বুনতে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অবিরাম বর্ষায় বর্তমানে কৃষক ও মৎস্য চাষী ফসল ও মাছের ঘের প্লাবিত হবে এ দুশ্চিন্তায় রয়েছে।

Share now