শিরোনাম

ফেনীর ছাগলনাইয়ায় ১৫৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ছাগলনাইয়ায়, ফেনী:

ফেনীর ছাগলনাইয়ায় ২০২২ সালের এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ছাগলনাইয়া রৌশন ফকির দরগাহ মাদরাসা মাঠে সুলতান আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মমিন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী সামী উল হক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইউনিএইডের প্রতিষ্ঠাতা পরিচালক কে এম জহিরুল কাইয়ুম।  এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে সাজেদা বেগম, গোলাম আফসার, আলা উদ্দিন, মাওলানা হোসেন আহমেদ ভূঁইয়া ও সাংবাদিক শেখ কামাল, এবিএম নিজামুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২২ সালে ছাগলনাইয়া উপজেলায় জিপিএ-৫ পাওয়া ১৫৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।

Share now

আরও পড়ুন