শিরোনাম

ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতাকে কুপিয়ে জখম

পরশুরাম, ফেনী:

ফেনীর পরশুরামে অনাদি রঞ্জন সাহা (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পরশুরাম পৌরসভার সামনে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বলে জানা গেছে। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে পুলিশ তাৎক্ষণিক সেটা জানাতে পারেনি।

তার দাবি, স্থানীয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর (সাজেল) কথা বলে মেয়রের অনুগত আনোয়ার হোসেনসহ কয়েকজন তাকে ডেকে বাজারে নিয়ে এই হামলা চালায়।  ফেনীর পরশুরামে অনাদি রঞ্জন সাহা (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পরশুরাম পৌরসভার সামনে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বলে জানা গেছে। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে পুলিশ তাৎক্ষণিক সেটা জানাতে পারেনি।

তার দাবি, স্থানীয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর (সাজেল) কথা বলে মেয়রের অনুগত আনোয়ার হোসেনসহ কয়েকজন তাকে ডেকে বাজারে নিয়ে এই হামলা চালায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সাত জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা- হাফিজুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম, ইব্রাহীম, ইয়াকুব প্রকাশ ভুট্টু, মিজানুর রহমান চৌধুরী, জাহিদুল ইসলাম বাবু ও আব্দুল মান্নান।

Share now

আরও পড়ুন