শিরোনাম

ফেনীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ : আহত ৬, আটক ৫

ফেনী (শহর) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ফেনীতে বের হওয়া বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি এবং লাঠিপেটায় ছয়জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গ্রীণ টাওয়ারের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলে যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, সাইফুল ইসলাম জিকু, দফতর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সদর উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর রোডে প্রবেশ করে। পেছন থেকে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উদ্দেশে গুলি ছুঁড়লে দৌঁড়ে পালাতে গিয়ে ছয়জন নেতাকর্মী আহত হয়।

গুলিবিদ্ধরা হলেন জাহেদ হাসান রনি, অপু, মনির, মোজাম্মেল হোসেন অর্পণ, মুরাদ হোসেন, মামুন, রমজান, রবিন, আরমান, অন্য আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, মইনুল হাসান পারভেজ, সদর উপজেলা যুগ্ম-আহ্বয়ক ইয়াছিন আরাফাত, সদস্য মো: শরীফ, মারুফের নাম জানা গেছে।

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিপেটা চালিয়েছে। একপর্যায়ে গুলি ছুঁড়লে কয়েকজন আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এর কিছুক্ষণ পর তাকিয়া রোডে যুবদলের কিছু নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ব্যাপারে পুলিশের দায়িত্বশীল সূত্রের বক্তব্য জানা যায়নি।

Share now

আরও পড়ুন