সোনাগাজী প্রতিনিধি, ফেনী:
এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহাদাত হোসেন ভূঁইয়া। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভিডিওটি নিজের আইডি থেকে মুছে দেন ও ভুলবশত লাইভের জন্য ক্ষমা চেয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় প্রায় ১৪ মিনিট নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন তার ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, এটা কোনো সিরিয়াস বিষয় না। ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে। বিষয়টি তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, পরীক্ষাকেন্দ্রে লাইভ করার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। ওনার ব্যক্তিগত সহকারী কেন এটা করেছেন, সেটা তিনি জানেন না। ভবিষ্যতে যাতে এমন কিছু না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।