ফেনীতে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার পাশে সংগঠনটির জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে জামায়াতের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট, ব্যানার, পোস্টার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, স্ক্যানার, পাঁচটি ককটেল ও আটটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক ধারায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ শফিউল্লাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), মনির হোসেন (৪১), আবু তাহের (৫৫), আবদুল মোতালেব (৩৮), সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), আবদুল মতিন (৪৪), জাকির হোসেন (৩৫), মোহাম্মদ মহিউদ্দিন (৩৪) ও মোহাম্মদ ইস্রাফিল (১৮)। তাৎক্ষণিকভাবে তাঁদের দলীয় পদ-পদবি জানা যায়নি।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সেখান থেকে কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার ১২ জন ও অজ্ঞাতনামা ২০–২৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুপুরে মামলার পর গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।