ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৩

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়ইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াসিন, ছাত্রদলের কর্মী আবদুল আজিজ স্বপন ও মো. কাউসার।

আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড পর্যন্ত গেলে সেখানে ফের পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রদলের তিনজন কর্মীকে আটক করে পুলিশ। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, `পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে এবং ছাত্রদলের তিন কর্মীকে আটক করে। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।