Noakhali mail

ফিফা বিশ্বকাপ ২০২২: স্কোয়াড পূর্ণ করল ডেনমার্ক

ক্রিস্তিয়ান এরিকসেনকে নিয়েই গত সোমবার রাতে কাতার বিশ্বকাপের জন্য ২১ জনের একটি দল ঘোষণা করেন প্রধান কোচ ক্যাসপার হিউলমান্ড। সেখানে বাকি পাঁচ জনের নাম। ইউরোপের বিভিন্ন লিগের শেষ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ২৬ জনের তালিকা জানিয়েছেন ডেনিশ কোচ।

আরবি লাইপজিগ স্ট্রাইকার ইউসুফ পলসেন এবং ব্রেন্টফোর্ডের ক্রিশ্চিয়ান নরগার্ডকে বিশ্বকাপের দলে ডাক দিয়েছেন হিউলমান্ড। এছাড়া ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেডেরিক রনো, বেনফিকার আলেকজান্ডার বাহ এবং হফেনহেইমের মিডফিল্ডার রবার্ট স্কোভকেও ২৬ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০ নভেম্বর থেকে বিশ্বকাপ মাঠে গড়ালেও ডেনমার্কের মিশন শুরু হবে দুই দিন পর। ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার পর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডেনিশরা।

ডেনমার্কের প্রাথমিক দল

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন), ফ্রেডেরিক রনো (ইউনিয়ন বার্লিন);

ডিফেন্ডার: সাইমন কেয়ার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেল (আতালান্তা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পোর), ভিক্টর নেলসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই), আলেকজান্ডার বাহ (বেনফিকা);

মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে-এমিল হজবার্গ (টটেনহ্যাম), ক্রিশ্চিয়ান নরগার্ড (ব্রেন্টফোর্ড), রবার্ট স্কোভ (হফেনহেইম);

ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুজ), জেসপার লিন্ডস্ট্রম (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রেথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ডামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভিএফএল উলফসবার্গ), ইউসুফ পলসেন (লাইপজিগ)।

Share now