নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী‘তথ্য অধিকার আইন-২০০৯ এবং সংশ্লিষ্ট বিধিমালা ও প্রবিধিমালা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: দিদার উল আলম।
নোবিপ্রবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো: আরিফুর রহমান, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার।