Noakhali mail

নোয়াখালী-ফেনী সড়কের ট্রাক-পিকআপের সংঘর্ষ: ব্যবসায়ী নিহত

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মাছ ব্যবসায়ীর নাম মো: হারুন ওরফে লিটন (৩৫)। তিনি সুধারাম উপজেলার লালা নগরের মো: দুলালের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, নোয়াখালীর মাইজদী থেকে একটি ট্রাক সকাল ৮টার দিকে ফেনীর উদ্দেশে যাত্রা করে। ওই সময় বিপরীত দিক থেকে আসা চৌমুহনীমুখী একটি পিকআপ ভ্যানের সাথে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এ সময় পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী হারুন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো একজন আহত হন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার শিকার গাড়িগুলো আটক করে থানায় নিয়ে আসে।

Share now