নোয়াখালী (শহর) প্রতিনিধি:
বহু প্রতীক্ষিত নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন আগামী ২০ ডিসেম্বর’ ২০২২ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১০ ডিসেম্বর নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন এর আদেশ মোতাবেক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের স্মারকমূলে আগামী ২০ ডিসেম্বর জেলা প্রশাসন স্কুলে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ-দাখিলের নির্ধারিত সময় ১১-১২ ডিসেম্বর (বিকেল ৪ টা) পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৪ ডিসেম্বর দুপুর ১২ টা। প্রতিদন্ধী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩ টা। আর সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। ওইদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। একইদিন বিকেল ৩ টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশাকরি সকলের আন্তরিকতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নোয়াখালী প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে জেলার সাংবাদিক সমাজের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।