নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

নোয়াখালী (শহর) প্রতিনিধি:

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনকে কেন্দ্র করে গোটা জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।  তোরণ, বিলবোর্ড আর ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা।

জেলা আওয়ামী লীগের পরিচালনার দায়িত্বভার কাদের ওপর পড়ছে তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

এর আগে, সবশেষ ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। যেখানে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক শিহাব উদ্দিন শাহীন বলেন, দলের সব জায়গাতেই পরিবর্তনের হাওয়া বইছে। আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি, তাই বলে আমাকেই সাধারণ সম্পাদক করতে হবে এমনটা না। পদ-পদবীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের নেত্রী শেখ হাসিনা ও নেতা ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিয়ে যারা দলের জন্য কাজ করবে তাদের কমিটিতে আনবেন। আমি কমিটিতে থাকি বা না থাকি দলের জন্য সবসময় কাজ করছি, আগামীতেও কাজ করবো।