কবিরহাট উপজেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবলদের সংবর্ধনা

নিউজ ডেস্ক:

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা থেকে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাওয়ায় ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করালেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নিজকক্ষে নিয়োগপ্রাপ্ত ২৩ জন সদস্যকে সংবর্ধনা দিয়েছেন তিনি।

এসময় চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মুন্সী হাজী বাড়ির বাবুল মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস  বলেন, আমরা চূড়ান্ত নিয়োগ পেয়েছি এখন ট্রেইনিংয়ে যাব। আমাদের উপজেলার সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের কাছে এ সংবর্ধনাটি সারাজীবন স্মৃতি হয়ে থাকবে।

আরেক নিয়োগপ্রাপ্ত নরসিংহপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে শাকিল আহম্মদ  বলেন, নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই সবার সহযোগিতা পেয়েছি। মাত্র ১০০ টাকা খরচে এ চাকরিতে প্রবেশ করেছি। পুলিশ সুপার স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমাদের থানা কর্মকর্তার এমন বরণে আমরা সত্যিকারের অভিভাবক পেয়েছি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম  জানান, এ থানার মোট ২৩ জন চূড়ান্তভাবে সব কার্যক্রম সম্পন্ন করে নিয়োগ পেতে যাচ্ছেন। আমি গর্বিত তাদের সঙ্গে আলাপচারিতা করতে পেরে। এরাই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য কাজ করবেন।