Noakhali mail

নিঝুমদ্বীপে ভাঙা ব্রিজ নিয়ে বিপাকে পর্যটক ও স্থানীয়রা

হাসিব আল-আমিন:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে জোয়ারের প্রভাবে ছোয়াখালী ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক-স্থানীয়রা। ৩ বছর অতিবাহিত হলেও এখনো সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ করা হয়নি।

এদিকে সাময়িক চলাচলের জন্য ভাঙা ব্রিজের পাশে একটি অস্থায়ী কাঠের পুল নির্মাণ করা হলেও ঝুঁকিপূর্ণ কাঠের পুলটিও এখন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নিঝুম দ্বীপে ঘুরতে আসা পর্যটক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

Share now