শিরোনাম

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক:

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক গৃহবধূকে (২৮) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মুসলিম কন্ট্রাক্টর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে ধারালো ছোরা দিয়ে গুরুতর জখম করেছেন মুসলিম কন্ট্রাক্টর।

আশঙ্কজনক অবস্থায় শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, স্বামী ও বাবা ভোলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করায় বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন ওই নারী। গত কয়েক মাস ধরে বাড়িতে তাদের একটি পাকা ঘরের কাজ চলছিল। ওই নির্মাণাধীন ঘরের একটি কক্ষ প্রস্তুত করে সন্তানদের নিয়ে সেখানে থাকতেন তিনি।

ভুক্তভোগী গৃহবধূর ছোট বোন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে নির্মাণাধীন ভবনের ওই কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এই সুযোগে ঘরে ওই কক্ষে এসে লুকিয়ে থাকেন পার্শ্ববর্তী বাড়ির মুসলিম কন্ট্রাক্টর। গৃহবধূ কক্ষে ফিরে এলে তাকে ধর্ষণের চেষ্টা চালান মুসলিম। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে ধস্তাধস্তি হলে মুসলিম গৃহবধূর পায়ের উপরের অংশে ধারালো ছুরি দিয়ে জখম করেন। এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যান মুসলিম। পরে সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ছুরির আঘাতটি গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share now

আরও পড়ুন