Noakhali mail

দ. আফ্রিকায় গুলিতে বেগমগঞ্জের হারুনের মৃত্যু

বেগমগঞ্জ প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় জোহানসবার্গের সোয়েটোর মিডল্যান্ডস এলাকায় এ ঘটনা ঘটে। তার মরদেহ সে দেশের বারাগওয়ানা হাসপাতালে রাখা হয়েছে। মো. হারুন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার মো. আবিদ মিয়ার ছেলে। তিনি সাত ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে আট বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

Share now