ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সোমবার আবারও ভূমিকম্প হয়েছে। এতে অন্তত একজনের মৃত্যু এবং ৬৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। তুরস্ক ও সিরিয়া সীমান্তে গত ৬ ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর তিন সপ্তাহ পর তুরস্কে ফের এ ভূমিকম্প হল।
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের কাজ চলছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইউনুস সিজার।
সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে ২ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে একের পর এক ভবন ভেঙে পড়ার নেপথ্য কারণ খুঁজতে তদন্ত চলছে।
ভেঙে পড়া ভবনগুলো নির্মাণের সময় কোনো ত্রুটি ছিল কি না এবং এর জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করার চেষ্টা চলছে। গ্রেপ্তার করা হয়েছে ১৮৪ জনকে।