- নোয়াখালী (শহর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়।
এ দিকে বেলা সাড়ে ১২টার দিকে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সেনবাগ, সোনাইমড়ী, চাটখিল, ও সুবর্ণচর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।