রিপন মজুমদার:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে চৌমুহনীতে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত চৌমুহনী পাবলিক হল চত্বরে এ মশাল মিছিলের আয়োজন করা হয়।
নোয়াখালীতে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখা উদ্যোগে উক্ত বিশাল মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে স্লোগান ছিল,ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, ঐক্য পরিষদের সাত দফা বাস্তবায়ন করতে হবে, ঐক্য মোর্চার সাত দফা বাস্তবায়ন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু কমিশন গঠন কর করতে হবে, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন কর করতে হবে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন করতে হবে, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন করতে হবে, সমতলের অধিবাসীদের ভূমি কমিশন গঠন কর করতে হবে, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রণয়ন কর করতে হবে, আপোস না,সংগ্রাম, সংগ্রাম,সংগ্রাম, এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জতি এক প্রাণ।
পরে মশাল মিছিলটি পাবলিক হল চত্বর থেকে বের করে করিমপুর রোড দিয়ে ডিবি রোড ঘুরে পাবলিক হল চত্বরে এসে শেষ হয়।