Noakhali mail

কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

 নিউজ ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত  হয়। উক্ত মিলনমেলা উপলক্ষে এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের  আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের  জন্য সাবেক তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷
.
৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বসুরহাট নির্ঝর কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷  চৌধুরী হাট ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল্লাহ সোহাগ এর সভাপতিত্বে ও সংগঠনটির উপদেষ্টা  ফিরোজ আলমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের কেজি শাখার প্রধান শিক্ষক শাহজান ইউসুফ,  সাউথইস্ট ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার ও এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ  আশ্রাফ উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদ নওশাদ।
.
আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সংবাদ এর উপদেষ্টা সম্পাদক মোশাররফ হোসেন সবুজ , সাবেক কৃতি ছাত্র জাবেদুল ইসলাম ও আমিন আল ফারাবী এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রচার সম্পাদক সালমানুর রহমান। এসময় কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল এর সাবেক তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারকক্রেস্ট প্রদান করা হয়।

Share now