এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে বিয়ে, বরকে কারাগারে পাঠালেন ইউএনও

ছাগলনাইয়ায়, ফেনী:

ফেনীর ছাগলনাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের অনুষ্ঠান চলছিল। আর সেখানে গিয়ে হাজির হন ম্যাজিস্ট্রেট। বরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। ওই বরের অপরাধ এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে বিয়ে করেছেন তিনি। সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের  একটি কমিউনিটি সেন্টারে কারাভোগের শাস্তি পান ওই বর।

তার নাম আবদুল্লাহ আল মামুন। দক্ষিণ হরিপুর গ্রামের মজুমদার বাড়ির কবির আহাম্মদ মজুমদারের ছেলে তিনি।   জানা যায়, দেশের বাইরে থাকেন মামুন। তিনি দেশে ফিরলে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে গোপনে তার বিয়ে হয়।

সোমবার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতার অনুষ্ঠান চলছিল। সংবাদ পেয়ে ছাগলনাইয়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ পুলিশসহ সেখানে উপস্থিত হন। এরপর বর মামুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম উপস্থিত ছিলেন।