শিরোনাম

ই-সিম চালু করলো বাংলালিংক

নিজস্ব প্রতিনিধি:

ই-সিম সেবা চালু করলো বাংলালিংক। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। দেশের যে কোনো বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবেন।

বাংলালিংক ঢাকায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি চালু করে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্য সদস্যরা।

বাংলালিংক কর্তৃপক্ষ জানায়, ই-সিম গ্রাহকদের আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংকের সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সঙ্গে দুইটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন। ই-সিমের সঙ্গে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে।

Share now

আরও পড়ুন