নিউজ ডেস্ক:
নোয়াখালীর মাইজদীতে রোজদারদের স্বাস্থ্যকর ইফতার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ইফতার তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করায় দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানা-পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞা জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইফতার তৈরিতে ভেজাল দ্রব্য ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।